আমি নিরাপদ নই! আপনি কি নিরাপদ ? এই বিষয়’টা বিশ্লেষণ করলে! হয়তো কঠিন থেকে আরো কঠিন রূপ ধারণ করবে।
কারণ বাকস্বাধীনতা বলতে আমার কিছু’ই নেই।
প্রতিবাদ করতে গেলে’ই শিকার হতে হবে নির্মম নির্যাতনের। পশুর চেয়ে অধম! এই নির্যাতনের শেষ পরিনাম মৃত্যু!
আজ না হয় আমি বাস্তব জীবন উপলব্ধি করে। কিছু ভুলত্রুটি উল্লেখ করে মনের ভাব প্রকাশ করে। প্রতিবাদ হিসাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি।
আমি তো কেবল ফেসবুকে প্রতিবাদস্বরূপ আমার মনের ভাব প্রকাশ করলাম! কাউকে তো হত্যার হুমকি দেয়’নি। কিন্তু এটা কি কোন মহামারী অপরাধ ? উওরে! আমি বলবো হ্যাঁ এটা মহামারী অপরাধ! কারণ বাকস্বাধীনতা বলতে আমার কিছু’ই নেই।
আজ আমি নিরাপদ নই! আপনি কিভাবে নিরাপদ থাকবেন ? আজ আপনি প্রতিবাদ করেতে গেল’ই তো কুলাঙ্গারের নির্মম নির্যাতনের শিকার হবেন।
আজ আমি লিখছি! আবরার হত্যার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ও কিন্তু নিরাপদ নয়!
কাল আপনারা আমাকে নিয়ে লিখবেন তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাবেন। কিন্তু আপনারা ও নিরাপদ নয়।
শহীদ আবরার আপনার কাছে আমরা লজ্জিত আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না।
ওপারে ভালো থাকবেন ভাই!
আমি নিলর্জ আপনাকে শেষ বিদায় জানাতে পারিনি! আপনার জায়নাযায় অংশগ্রহণ করতে পারিনি।
শাহরাস্তি অনলাইন নিউজ এর পক্ষ থেকে গভীর সমবেদনা ও আপনার আত্নার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন আবরারকে শহীদের মর্যাদায়
জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী