জানালার শিকল ধরে,
চুলগুলো আধো এলো করে
দাঁড়িয়ে একা আনমনে,
সখী, কারে ডাক হৃদয় দ্বারে?
বাতাসের পাগলা ঝাপটায়,
এলোকেশে দোল খায়,
তেপান্তরের সব কল্পনা
ছুটোছুটি তোমার বারান্দায়।
সখী, কার তরে মন পড়ে?
কিসে এত অপেক্ষা?
তোমারি পথ চেয়ে হাঁটি
বিশালতায় আমি একা।
আমি পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি।
মানুষকে ভালোবাসি, মানুষের জন্য কাজ করতে ভালোবাসি।