করোনা কাউকে করেনা করুনা!
বিশ্ববাসী এই ভাইরাসে ;
আক্রান্ত হয়ে ভুগছে এর নমুনায়।
চীন থেকে আমদানি হয়ে!
আজ বিশ্বজুড়ে রপ্তানি;
জানিনা কভে শেষ হবে;
এই ভাইরাসের রাজধানী।
এই ভাইরাস প্রতিরোধে!
নেই কোন প্রতিষেধক ;
একটু সচেতনতায় মিলতে পারে;
এই রোগের প্রতিষেধক।
নিয়মমতো হাত-ধুবো মোরা!
হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে;
ধ্বংস হবে জীবাণু নিত্যপ্রতিদিনে।
কোরআন পড়ো রাখ রোজা!
ওহে মুসলিমগণ;
নামাজ পড়ো নিয়মিত;
একমাএ আল্লাহ্’র সন্তুষ্টি অর্জন।
করনো থেকে বাঁচতে সবাই, একটি নিয়ত করি! কোরআন হাদিস অনুসারে, নতুন জীবন গড়ি।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী