ডিসেম্বর মাস মানে!
বিজয়ের জয়ধ্বনিতে বাঙালির এক উল্লাস।
ডিসেম্বর মাস মানে!
বাঙালির আত্নপ্রত্যয়ের এক উদ্ভাস।
ডিসেম্বর মাস মানে!
বিজয়ের জয়ধ্বনিতে মুখরিত;
গ্রাম, শহর, বন্দর।
ডিসেম্বর মাস মানে!
স্বাধীনতা অর্জনের হৃদয়ের স্পন্দন।
ডিসেম্বর মাস মানে!
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
ডিসেম্বর মাস মানে!
শহীদদের রক্তেমাখা;
লাল-সবুজ পতাকা উওোলন।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী