কতদিন চিঠি লেখা হয়না!
প্রিয় মানুষ’টির প্রিয় ঠিকানায়।
কতদিন প্রেম নিবেদন হয়না!
প্রিয় মানুষ’টির প্রিয় কোন গল্পে।
চিঠি লিখতে চাইলেও!
কেন জানি আজ লিখতে পারিনা।
অনেকগুলো চিঠি পড়ে আছে!
স্মৃতিঘেরা ডায়রিতে।
অশ্রুসিক্ত শুকনো ফুলে জড়ানো!
চিঠিগুলো পড়ি।কিন্তু আর লেখা হয়না!
প্রিয় মানুষের প্রিয় ঠিকানায়!
প্রেম নিবেদনের সে চিঠিগুলো।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী