পুরনো সে দিনের কথা!
আজো আছে মনের ব্যাথায়।
থাকবে শুধু আকুল’তায়!
স্মৃতি হয়ে ভীষন্ন’তায়।
পাবো কি আর সেদিন-গুলো ?
রঙ্গিন-মলিন স্মৃতির পাতায়!
জানিনা তুমি আসবে কিনা ?
পুরনো স্মৃতি ফিরিয়ে দিতে!
পাবোনা আর স্মৃতি-গুলো!
থাকবে শুধু সেদিন-গুলো।
ভূলেনি আজো দিনগুলো!
মনে পড়ে শুধু সেদিন-গুলো!
আঁখি দু’টি অশ্রু ঝরায়!
স্মৃতি গুলো মনে করে।
স্মৃতিঘেরা ডায়েরি’তে!
স্মৃতি ছাড়া আর কি আছে ?
থাকবে স্মৃতি সারা-জীবন!
পুরনো সে দিনের কথায়।
মনে পড়ে যদি স্মৃতিগুলো!
পড়ে নিও আমার লেখা।
পুরনো সেই দিনের কথা!
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী