অভিযোগ আমার তোমার কাছে!
বৃথা জীবন বৃও শেষে।
জীবন-প্রাণে চেয়েছি তোমায়!
ভাবনা গুলো দিয়েছি তোমায়।
বিনিময়ে পেলাম আমি!
দুঃখ-ভরা জীবন-খানি।
তোমার আশা তোমারি থাক!
আমার আশা বৃথা’য় যাক।
তুমি আমার জীবন-মরণ!
খুঁজেছো তুমি অন্য কারণ।
পেলে তুমি সুখের দেখা!
আমি পেলাম দুঃখের-রেখা।
স্বার্থ-লোভের পৃথিবীতে!
স্বার্থ ছাড়া কি আর আছে ?
স্বার্থ নিয়ে চলে গেলে!
অন্য কারণ খুঁজতে গিয়ে।
ব্যর্থ আমি তোমার খুঁজে!
তুমি ছিলে জীবন-জুড়ে।
পেলাম আমি হাজার ব্যাথা!
তুমি ছাড়া আমি একা।
আজো আছি আগে’র মতো!
স্মৃতি গুলো ভীষণ-ক্ষত।
স্বপ্ন যদি স্বপ্ন’ই হয়!
জীবন-খানি নিঃসঙ্গ রয়।
আসতে যদি নাই’বা পারো!
জীবন কেন নষ্ট করো ?
তোমার আশায় বেধেঁছি মন!
ভেঙ্গে দিলে সর্বক্ষণ।
সুখে থেকো ভালো থেকো!
আমার অভিযোগ মনে রেখো।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী