সারা বাংলাদেশে ভয়াবহ বন্যার আশংকা করা হচ্ছে। আমাদের শাহরাস্তি, হাজীগঞ্জ ও বন্যা আশংকার বাইরে নয়।
বাংলাদেশ, নেপাল ও ভারতের ১ কোটি ৬০ লাখ মানুষ বন্যার কবলে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) এ তথ্য দিয়ে বলেছে, বন্যা কবলিত এসব মানুষ মানবিক সংকটে মধ্যে রয়েছে।
আইএফআরসি বলছে, বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীগুলোতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং তা ১৯৮৮ সালের ভয়াবহ বন্যাকে অতিক্রম করেছে। নেপালের অধিকাংশ এলাকায় বন্যা ও ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের চারটি রাজ্যে ১ কোটি ১০ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে।
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ