জলবায়ুর পরিবর্তন হয়েছে। অস্বাভাবিক গরম পড়ছে ইদানীং। নাতিশীতোষ্ণ দেশ হিসেবে এই গরমটা আমাদের জন্য অতিরিক্ত। কারণ কী জানেন?
যতোটুকু গাছের পরিমাণ থাকার কথা, সেটা নেই। যাচ্ছেতাই ভাবে আনাচেকানাচে বিল্ডিং উঠেই চলেছে। ছোট্ট চাঁদপুর আমাদের। পানির উপর ভাসছে। উঁচু বিল্ডিং নির্মাণে নাকি নিষেধাজ্ঞা আছে, তবুও উঠছেই..!
ঢাকার অবস্থা না-ই বা বলি!
বন্যায় এবার রাস্তা-ঘাট আর ফসলি জমির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
ভাবতে পারেন কিছুদিন পর আমাদের দেশের কী অবস্থা হবে?
না ভাবেন না আপনারা, কেউ ভাবে না। জীবনের প্রতিযোগিতায় প্রথম স্থান দখলের জন্য জীবন দিতেও দ্বিধা করি না আমরা!
উন্নতির শিখরে উঠতেই হবে!
এতো এতো বিল্ডিং দিয়ে কী হবে?
পারবেন ভূমিকম্প থেকে বাঁচতে? কিছুতেই না।
মুছে যাবে সব কৃতিত্ব। তবুও আমরা বুঝি না!!
অবসরে লিখতে ভালো লাগে।