সম্পাদনায়: সাহাদাত মানিক
খিলা বাজার, শাহরাস্তি (তৎকালীন হাজীগঞ্জ থানা), চাঁদপুর, বাংলাদেশ থেকে প্রকাশিত সাপ্তাহিক।
প্রতিষ্ঠাতা সম্পাদক – মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক – আ, ছা, মো, নেয়ামত উল্লাহ।
বাতায়ন শাহরাস্তির প্রথম সাহিত্য মনস্ক অনলাইন পত্রিকা
নানা ধরণের, বর্ণের অনলাইন সংবাদ পত্রের ভিড়ে আমরা কয়েকজন সাহিত্য প্রেমী, অনুভব করছিলাম একটা সাহিত্য পত্রিকার। এই পত্রিকাটি তারই ক্ষুদ্র প্রয়াস মাত্র। জানি না সাহিত্য প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে পারবো কি না।
বাতায়ন অনলাইন পত্রিকা শুধু মাত্র এলাকা ভিত্তিক পত্রিকা নয়। এটি একটি সাহিত্য মনস্ক অনলাইন পত্রিকা । যে কেউ লিখতে পারেন এই পত্রিকায়। শুধু মাত্র রেজিস্টার্ড লেখক হতে হবে। যা লেখক নিজে নিজেই – নিজেকে অনলাইন এ (এই সাইটের রেজিস্ট্রেশন ফর্ম এর মাধ্যমে) লেখার জন্য নিবন্ধন করতে পারবেন। যে কোনো কারণে সাহায্য প্রয়োজন হলে প্রযুক্তিগত সহায়তা উপদেষ্টাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমরা সবাই রাজনীতি সচেতন মানুষ। বাংলাদেশের নাগরিক। মুক্তি যুদ্ধের ধারক বাহক। দেশকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। বাংলা মা’কে নিয়েই সকল স্বপ্ন আমাদের। আমাদের এই স্বপ্নে, আপনি পাঠকও একজন অংশীদার। আসুন দেশকে ভালোবাসি। সবাই মিলে গড়ে তুলি – স্বপ্ন সত্যের সোনালী এক দেশ।
সাহিত্য সমকালীন সময়ের প্রতিচ্ছবি।
শিল্প, সাহিত্যের নানান বিষয় সহ, শাহরাস্তি ও তার আশেপাশের সংবাদ ও মতামত নিয়ে “বাতায়ন” অনলাইন পত্রিকা
প্রধান সম্পাদক: সাহাদাত মানিক
ই-মেইল: যুক্ত হবার জন্য যোগাযোগ করুন – shahadatmanik@ইয়াহুডটকম