স্বপ্ন

স্বপ্ন।যার বিশেষ অর্থ হচ্ছে কোনো কিছুর অনুভব এবং নিদ্রিতাবস্থায় দৈবাদেশ। ঘুমের সময় মনের মধ্যে কল্পিত ঘটনা দেখা যায়।

স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা,যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়।

আপনারা এতক্ষন নিশ্চয়ই ভাবছেন যে, মানুষ ঘুমের সময় যে স্বপ্নটি দেখে সেটি নিয়ে আমি বিশ্লেষণ করছি।আসলে তা নয়।
আমি শুধু এটাই বুঝাতে চাই যে স্বপ্নটা আসলে কী?

এবার আসা যাক স্বপ্নের কথায়। প্রত্যেক মানুষের জীবনের কোনো না কোনো স্বপ্ন থাকে।এবার সে ধনী বা গরীব হোক।কেউ আবার ভেবে নিবেন না আমি আবার ঘুমের স্বপ্নের কথা বলছি!আমি সেই স্বপ্নের কথা বলছি।যেটা মানুষ বাস্তবে রুপান্তর করে।অর্থাৎ এই পৃথিবীতে সকল মানুষেরই বিভিন্ন ধরনের স্বপ্ন রয়েছে।

কেউবা হতে চায় ডাক্তার,ইন্জিনিয়ার,শিক্ষক ইত্যাদি।
আর সবাই তাদের স্বপ্নগুলো পূরণ করতে ছোটকাল থেকেই অনেক পরিশ্রম করে থাকে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য।এর মধ্যে কেউ কেউ তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে আর কেউ কেউ তাদের লক্ষ্য হারিয়ে ফেলে।

আমার মতে,মানুষের এই স্বপ্নগুলো হারানোর বিশেষ কয়েকটি কারণ রয়েছে। যেমনঃ-প্রথমে আসা যাক,মানুষের আর্থিকের দিক থেকে।মানে দরিদ্র মানুষেরও অনেক বড় ধরনের স্বপ্ন রয়েছে। এর মধ্যে যারা ছোটকাল থেকেই অনেক পরিশ্রম করে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য।তারা অবশ্যই একদিন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে।আর অন্যদিকে যাদের স্বপ্ন থাকে কিন্তু তারা প্রথমে এতে বেশি আগ্রহ প্রকাশ করে না তারাই এই স্বপ্ন হারিয়ে ফেলে। বুঝলাম আপনি অনেক দরিদ্র মানুষ।তাই আপনি আপনার স্বপ্নটি হারিয়ে ফেলছেন। যদি আপনি আপনার লক্ষটা ঠিকি বাস্তবায়ন করতে চাইতেন তাহলে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারতেন।কিন্তু পারেন নি শুধু অর্থের জন্য। এখানে বলা যায় যে,কিছু মানুষ তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না তার একমাত্র কারণ হলো তার অভাব-অনটন।তাই এই দরিদ্র মানুষের মধ্যে কেউ তাদের লক্ষ্য অর্জন করতে পারে আর কেউ ব্যর্থ হয়। অতএব,মানুষের স্বপ্নটা হারায় একমাত্র পরিবারের আর্থিক অবস্থার কারণে।

এবার অন্যদিকে আসি;এই কথা আমি আগেও বলছি যে মানুষের বিভিন্নরকম স্বপ্ন রয়েছে।আর অন্যদিকে বলা যায়,তারা খুব ধনী মানুষ। একটা মানুষের স্বপ্ন কি রকম এবং তার স্বপ্নটা কেমন হবে সেটা একমাত্র ঐ ব্যাক্তি ছাড়া কেউ বুঝবে না। কিন্তু আজকাল আমাদের সমাজে বিশেষ করে শিক্ষিত পরিবার বাবা-মা নিজের ছেলে-মেয়ের স্বপ্ন ভেঙে দিচ্ছে।তারা তাদের ছেলে-মেয়ের স্বপ্নের বিরুদ্ধে কথা বলে।মানে তারা তাদের ছেলে-মেয়ের স্বপ্নে একমত নয়। কিন্তু স্বপ্নটা তো নিজের তাই না।আমি কি হতে চাই,কেমন হবে আমার স্বপ্ন সেটা আমি ছাড়া আর কেউ ভালো বুঝবে না। কিন্তু পরিবারের জন্য কেউ কেউ তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না।এর আরেকটি কারণ হলো;ঐ সময় মানুষটি অসহায়। অর্থাৎ সে ঐ সময় তো আর অর্থ উপার্জন করে না।তাই সে বাধ্য হয়ে তার নিজের গড়া স্বপ্নকে ভেঙে পরিবারের দেওয়া কথা মেনে নেয়। আমার মতে,মানুষটি তার বাহ্যিক দিক থেকে মেনে নিয়েছে তাদের খুশি করার জন্য কিন্তু নিজের মন থেকে নয়।
কারণ তার স্বপ্নটা তারা কেড়ে নিয়েছে। সে তার পরিবারের দেওয়া স্বপ্নটা নিয়ে যতই পরিশ্রম করুক না কেন যদি এতে তার কোনো আগ্রহ না থাকে তাহলে তার কোনো মূল্যই পাওয়া যায় না।অর্থাৎ তার জীবনে কোনো কিছুই আর মূল্যবান নয়।সবকিছুই যেন তার কাছে মূল্যহীন।

সুতরাং,আমাদের এই পৃথিবীতে কেউ স্বপ্ন হারায় তাদের দারিদ্র্যতার কারণে আর কেউ হারায় তাদের পরিবারের কারণে।

অবশেষে আর একটা কথা বলতে চাই; জোর করে তো আর কোনো কিছুই হয় না। মানুষের স্বপ্নে কখনো বাঁধা দিবেন না।

বরং তা না করে মানুষটি যে পথে যেতে ইচ্ছুক তাকে সে পথে যেতে দিন। দেখবেন একদিন সে সাফল্যের দরজায় পা রাখবে এবং সাফল্য বয়ে আনবে।