প্রবাসে ঈদ আনন্দ

বাস্তব জীবনের প্রতিচ্ছবি প্রবাস জীবন! প্রবাস জীবন অনেক কঠিন। প্রবাসী যারা তারা অনেক কষ্ট ও পরিশ্রম করে থাকে। নিজে কষ্ট ভোগ করে। পরিবার ও সন্তানের মুখে হাঁশি ফুটায়। এই ত্যাগের বিনিময় নাম অগ্নিঝরা প্রবাস জীবন।

প্রবাস কথাটি শুনতে যতো সহজ মনে হয়। কিন্তু বাস্তব দিক থেকে অনেক কঠিন।এর পরিধি বিশ্লেষণ করলে শেষ করা যাবে না।

প্রবাসে মানুষ কোন দেশের অতিথি হিসাবে নয়!

বরং সে দেশের সমবৃদ্ধির সেবা ও উন্নয়নের কর্ণধার হিসাবে কাজ করে। তাদের নিরলস পরিশ্রমে এগিয়ে চলে সে দেশের উন্নয়ন।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে প্রবাসী রেমিটেন্স। প্রবাসী আমাদের দেশের রেমিটেন্স বৃদ্ধির কর্ণধর। তাদের কষ্ট শ্রম ও ত্যাগের বিনিময়ে আয় থেকে। অর্জিত হচ্ছে হাজার হাজার রেমিটেন্স। প্রবাসী আছে বলেই এদেশে মানুষ উন্নয়নের মুখ দেখছে।

প্রবাসীদের জন্য বাংলাদেশে আইন চালু হয়েছে। তাই প্রবাসীদের সাথে খারাপ আচারণ করা যাবে না। তাদেরকে দেখলে শ্রদ্ধা ও সম্মান করতে হবে।

প্রবাসী দের পাঠানো অর্থ সচল রাখছে বাংলাদেশের অর্থনীতির চাকা।

প্রবাসে মানুষ কেন যায়? জীবীকার তাগিদে পরিবারে মায়া ও মমতা ছেড়ে।বৈদেশিক মুদ্রা অর্জন ও পরিবারকে অর্থনৈতিক ভাবে সাবলম্বী করার জন্য।

বাংলাদেশীরা বিদেশে বিভিন্ন দেশে পাড়ি জমায়। সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন দেশে কুয়েত, ওমান, কাতার ও বাহারাইনে প্রচুর পরিমান বাংলাদেশি প্রবাসী বসবাস করে।

এসব দেশের মধ্যে রয়েছে আমাদের চাঁদপুর,হাজীগঞ্জ ও শাহরাস্তির অসংখ্য প্রবাসী বাবা,ভাই ও বুন্ধুরা।

তাদের সবাইকে জানাই সালম ও বিন্ম্র শ্রদ্ধা।তাদের জন্য দোয়া ও শুভ কামনা রইল।

প্রবাসী ঈদ আনন্দ কেমন কাটে? সেটা ভাবলে হয়তো কান্না চলে আসবে!

পরিবার, প্রিয়জন,আত্নীয়-স্বজন সবাইকে ছেড়ে ঈদ কাটাতে হয়। ঈদে থাকেনা কোন উৎসব আনন্দ। থাকে শুধু বুক ভরা বেদনা।

মন চাইলে ও পরিবারের সবার সাথে। একসাথে সবসময় ঈদ আনন্দ উপভোগ করতে পারে না। হয়তো কারো সুযোগ হলে ও সবার কপালে তা জোটে না।

ব্যস্ত থাকতে হয় নিজ কর্ম নিয়ে প্রবাসীরা বুক ভরা কষ্ট চাপা রেখে হাঁশি মুখে পার করে দেয়। ঈদ আনন্দ। এভাবে কেটে যায় ঈদ নামের নিঃসঙ্গ দিনটি।

চিরন্তর সত্য! কাজ করলে টাকা,না করলে নাই! কথাটা প্রবাসীদের নিত্যকর্মের সঙ্গী।

ঈদ আনন্দ,ঘুম,বিশ্রাম,আরাম,
আয়েশ,সবকিছু দূরে ঠেলে। প্রতিদিন প্রতিনিয়ত কাজ করে যায়।

ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ! এই কথা সবাই মানলে ও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া দুষ্কর।

প্রবাসে ঈদ উদযাপন একদম ভিন্নরকম। প্রবাসে অনেকে আছেন। তাদের জন্য ঈদের দিনটা ও অনেক কষ্টকর।

একের পর এক ঈদ আসে যায়! তবু ও প্রবাসীদের ঈদ আনন্দ রয়ে যায় নিঃসঙ্গতা।

সবসময় ভালো থাকুক সকল প্রবাসী বাবা,ভাই ও বন্ধুরা!
হাজার বছর বেঁচে থাকুক পৃথিবীর বুকে। এই প্রত্যাশা করি।

শাহরাস্তি অনলাইন নিউজ এর পক্ষ থেকে। চাঁদপুর, হাজীগঞ্জ ও শাহরাস্তির সকল। প্রবাসী বাবা,ভাই ও বুন্ধুদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা! ঈদ মোবারক।