থাকিতে চাই না অন্ধকার ঘরে,
দেখিতে চাই মাঠ ভরা সবুজের পল্লব।
করিতে চাই উৎফুল্ল প্রকৃতির সাথে সন্ধি,
আমি শুনতে চাই মুক্ত পাখির কলরব।
একাকী নির্জনে ভোগ করব আমি,
ঐ মেঠো বাঁকা পথের ক্লান্তি রোদ্র লগ্ন আছে যতো।
রঙধনুর সাত রঙে রঙিন বাংলাদেশ
এ যেন রূপকথার দেশ স্বপ্নের মতো।
তেরো শত নদীর আছে মিষ্টি জলরাশি,
মাঠে কৃষকের গান আর রাখাল বাজায় বাঁশি।
কাঙ্খের কলসি নিয়ে কন্যা আনে নদী থেকে জল,
এমন সুন্দর মাতৃভূমি আমার, বিশ্বে আছে কি বল?
জন্মে আমি ধন্য হলাম,
মাগো এই সোনার দেশে।
বিপদে আমায় ডাকিয়া রাখে,
আঁচলে জননীর বেশে।