আজ কোথাও যেও না

প্রিয়তমা
আজ কোথাও যেও না
ঝিরি ঝিরি বৃষ্টি, খোলা জানালা
পাশাপাশি দু’জন
এমন দিনে;
প্রিয়তমা
আজ কোথাও যেও না

এমনতো হয় না প্রতিদিন
কালে ভদ্রে
তুমি আমি দখিনা বাতাস
বৃষ্টি ভিজে হাত বুলিয়ে
চোখে মুখে কপোলে
তুমি ভিজে থাকো ;
প্রিয়তমা
আজ কোথাও যেও না

দেখো পুকুর জলে
কেমন ঢেউ’রা নাচে
ওই দিকটায় চোখ দিও না
ভিজুক কানাই হারামজাদা
মগডালে গাছে গাছে
ডানহাত ডানকাঁধে রাখো;
প্রিয়তমা
আজ কোথাও যেও না

কলমটা আমার হাতেই
থাকুক হাতের উপর
তোমার হাত
বাতাস ভিজুক বিন্দু জলে
প্রেমে ভাসুক
মিশে যাক জলে আর্তনাদ
তুমি বরং গা ঘেসে দাড়াও
শরীর ছুঁয়ে;
প্রিয়তমা
আজ কোথাও যেও না

মৃত প্রায় অগ্নিগিরির
ছাই উড়া ধূয়া
হৃদয়ের অবশিষ্ট ভস্মরা
ভিজে মাটি পাক
তোমায়, তোমার জঠরে
জিহ্বা, ঠোঁটে সিক্ত
হউক অমরতা
তুমি সুখী হও আমার
দুঃখ চাদরে ঠেকে
চাদরে থেকে যাও;

প্রিয়তমা
আজ কোথাও যেও না