প্রশ্ন করোনা – ২

বেলী,
একটি ফুল, বেলী, তাতেই একটি বাগান
যিনি মালী তিনিই মালিক
যিনি প্রার্থনা করেন, যার জন্যে প্রার্থনা করেন
তিনিই অর্ঘ গ্রহন করেন, প্রার্থনার মত;
সবই এক, শুধু বেলী ফুলে অর্ঘ সাজানো!
কেন? এ প্রশ্ন করোনা।

ট্রেন,
যে ট্রেন না ধরার ব্যাথায় ব্যথাতুর
সে ট্রেন গন্তব্যে নাও পৌছাতে পারে,
হে, সব যাত্রার গন্তব্য থাকে না
যেমন অনেক বাউলার বাউলী মেলে না
জীবন যেন ফলাফল হীন সরল অংক এক।
কেন? এ প্রশ্ন করোনা।

অদ্ভুত,
ভালবাসা কারো দ্বারে এসে কড়া নাড়ে না
সব গুড়িয়ে দেয় প্রচন্ড এক সাইক্লোন
কিছু বোঝার আগেই প্রেমিক প্রেমিকা
তুমি আমি – ধরে ফেলি স্বপ্ন আলেয়া।
দেখি তৃষ্ণার্ত মরুতে অলৌকিক ঝরনা!
কেন? এ প্রশ্ন করোনা।

চোখ,
সব চোখ মনের কথা বলে না
কিছু কিছু না পাবার বেদনা সইতে পারে
কিছু পারে অসময় পাড়ি দিতে জলের মত
কিছু চোখ প্রতিশোধ নিতে চায়
প্রেমিকের চোখ বিশ্বাস করো না!
কেন? এ প্রশ্ন করোনা।

নীতি,
নীতি, দুর্নীতি, রাজনীতি কিছুই নেই
নেই সত্যি মিথ্যার বালাই
কখনো আলো, কখনো আধার
কখনো সূর্যের কাছে চাদকে খুজে ফেরা
পাওয়া, না পাওয়া কিছু কি যায় আসে?
কেন? এ প্রশ্ন করোনা।

ধুয়া
যে প্রেম ধুয়ার মত বেরিয়ে যায়
তার প্রেমিক হাজার কিংবা লাখো;
তোমার আমার দীর্ঘশ্ব্বাস কয়লা হয়
অথবা তলিয়ে যায় কোন এক মহা সাগরে
প্রেমিক প্রেমিকারা খুজে মনি মুক্তা!
কেন? এ প্রশ্ন করোনা।

আবারও,
আবারও পথচলা, আবারও ধূলিমাখা পথ
আবারও হাতে হাত ধরা, আবারও
বালি ঝড়ে বিচ্ছিন্ন তুমি আমি
আবারও একই স্বপ্ন চার চোখে
এ যেন কানামাছি কিছুই হলনা জীবন।
কেন? এ প্রশ্ন করোনা।