তুমি মানলেই যাবো মানি

তুমি হেসে উঠলে, মন হেসে উঠে,
সারা বিশ্বকে নিয়ে হাসি
তুমি ভালোবাসলে অজান্তেই যেনো,
এই পৃথিবীকেই ভালোবাসি!

তুমি ঘুম থেকে উঠে মুখটা দেখালে
ভোরের সূর্যোদয়েই থাকি
শীত শীত করে কাঁথা মুড়ি দিলে ভাবি
ইশ যদি শীত হতাম – হবো নাকি?

কি মায়ায় পড়ি চোখ দুটো দেখে
ভাবি কুয়াশা হবোই হবো
হাটতে বেরুলে সারা অবয়ব ছুঁয়ে
খুব করে জড়াবো

খালি পায়ে এলে মাটি হয়ে যাবো
নরম কোমল মাটি
ধুলাবালি সব হৃদয়ে লুকিয়ে
মিতৃকা হবো খাঁটি

তুমি এসেছো পথের গাছ গাছালিরা
দাঁড়ায় দু’পাশে আসি
সিক্ত সবুজে বোঝাবে তোমায়, আমি
কতটুকু ভালোবাসি

তুমি জানলেই পৃথিবী জানবে
তুমি মানলেই যাবো মানি
ফসলি হবে আগাছা ফলা মনের
পতিত জমিন খানি।

সাহাদাত মানিক
ক্যানবেরা