ইচ্ছে মতো জলে ডুবাবি
পায়ে মাড়াবি মনের মতন
ভালোবাসার তুলবি ধুঁয়া
কুয়ায় রেখে করবি যতন!
বলতো – এই কি তোর ভালোবাসা?
ভালোবাসার ধরণ?
কেন আশিস পোড়া বনে
না জেনে ধারাপাত
ছাঁই ভস্ম পুরোহিতরা
থাকে না জাতপাত!
তুই, প্রেমে পড়লি কেনে
ঠায় দাঁড়াবি, পায়ে নিবি জল;
ওমা, প্রেমে পড়েছি বলে
আমি কি তোর গাছের ফল!
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ