আমি বঙ্গবন্ধু দেখিনি


আমি বঙ্গবন্ধু দেখিনি
তাঁর রেখে যাওয়া স্মৃতিটুকু দেখেছি
তাঁর সুখ-দুঃখের কাব্যরস পড়েছি
অক্লান্ত পরিশ্রমের ফসল পেয়েছি
আমি শুধু নিত্যদিনের সুখটুকু কেড়েছি৷

আমি বঙ্গবন্ধু দেখিনি
তাঁর অসমাপ্ত জীবনের গল্প পড়েছি
অসংখ্য জেল-হাজতের কথা শুনেছি
তীব্র অনশনে চৌচির মরুভূমির
হাহাকার চাহনীর বর্ণনা পড়ে
নিরবে অনেক কেঁদেছি
আর হায়েনার দলগুলোকে খুঁজেছি৷

আমি বঙ্গবন্ধু দেখিনি
চুয়ান্নের যুক্তফ্রন্টে একক বিজয় লাভ করে
যালিম শাসকের টনক নাড়াতে শুনেছি৷
স্বৈরশাসনের প্রতিবাদে স্বাধীকার আন্দোলনে
ছয়দফা দাবি উত্থাপন সম্বন্ধে জেনেছি৷
দিকহারা বাঙালির সঠিক পথপ্রদর্শক
হিসেবে চিনেছি৷

আমি বঙ্গবন্ধু দেখিনি
ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায়
তাঁকে অন্যায়ভাবে ফাঁসাতে শুনেছি
মজলুম নেতা হিসেবে জেনেছি৷
তাঁর সকল অধিকার খর্ব করার ইতিহাস
পড়েছি তবু যালিমের কাছে কখনো
মাথা নত হতে দেখিনি৷
মুখের উপর অন্যায়ের প্রতিবাদ করতে
শুনেছি তবু নিজ জীবনের পরোয়া করতে
শুনিনি৷

আমি বঙ্গবন্ধু দেখিনি
৭ই মার্চে রেসকোর্স ময়দানে
আমি উপস্থিত থাকতে পারিনি
তবু আজ প্রতিটি পাড়ায় পাড়ায়
রাস্তার মোড়ে মোড়ে সেই ঐতিহাসিক
রেনেসাঁস ভাষণ শুনেছি৷
স্বাধীনতার স্থপতি হিসেবে জেনেছি আর
বাংলার অবিসংবাদিত নেতা হিসেবে চিনেছি৷

আমি বঙ্গবন্ধু দেখিনি
আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির
ইতিহাস পড়েছি
আমি সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা
সম্বন্ধে জেনেছি
তাঁর শত ত্যাগ-তিতিক্ষা বিসর্জন
দিতে শুনেছি
তাঁর হাত ধরে যারা সোনার বাংলা
গড়তে প্রতিজ্ঞ আমি তাদের পেয়েছি৷
তাঁর কাঁধে কাঁধ মিলিয়ে যারা সংগ্রাম
করেছেন- সেইসব বীর মুক্তিযোদ্ধাদের
দেখেছি আর সান্তনা পেয়েছি৷
নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে
শপথ নিয়েছি
তাঁর রেখে যাওয়া সোনার বাংলা গড়ার
স্বপ্ন বুনেছি৷

আমি বঙ্গবন্ধু দেখিনি
আমি স্বাধীন মাটির গন্ধ শুঁকেছি
স্বাধীন আকাশের নিলিমা দেখে
চোখ জুড়িয়েছি
স্বাধীন আলো- বাতাসের দেখা পেয়েছি৷
আমি স্বাধীনভাবে বেঁচে থাকার স্বাদ পিয়েছি
স্বাধীন ভাষায়, মায়ের ভাষায় কথা বলার
অধিকার পেয়েছি-
আমি স্বাধীন তৃপ্তিতে হেসেছি৷

আমি বঙ্গবন্ধু দেখিনি
তবু সাদা কাগজ আর রং পেন্সিলে
মনের মাধুরী মিশিয়ে তাঁর ছবি এঁকেছি৷
তাঁর কাব্যরসের স্মৃতিটুকু অন্তরে ধারণ করেছি
তাঁর হৃদয় অঙ্কিত স্বাধীনতার গান গেয়েছি৷
বিনিময়ে তাঁরে আমি কি দিয়েছি?
কিছুই দিতে পারিনি৷
তবু এই মহান নায়কের সাথে নিষ্ঠুরভাবে
বিশ্বাসঘাতকতা করতে শুনেছি৷
আমি তীব্র ক্ষোভ আর মর্মাহত হয়ে
অনেক ভুগেছি
তবু নিজের অতৃপ্ত আত্মাকে কোনোভাবেই
সান্তনা দিতে পারিনি৷

আমি বঙ্গবন্ধু দেখিনি
শুধু বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর
উক্তি পড়েছি-
“আমি হিমালয় দেখিনি কিন্তু
শেখ মুজিবকে দেখেছি৷”