আষাঢ় এলো

ঘনকালো মেঘে ছেয়েছে আকাশ
বাহিরে থাকার নেই অবকাশ
চারদিকে আজ ঝড়ের প্রকাশ
এলো আষাঢ়ের ধ্বনি, বাজে চারিপাশ৷

শুরু হল মেঘে অতিঘর্ষণ
বিজলি আলোক চোখে চমকান
হঠাৎ কাঁপিয়ে এলো গর্জন
থোকায় থোকায় বারিবর্ষণ৷

কখনো বা চালে শিলাকর্ষণ
দরজা খুলে চায় প্রতিক্ষণ
কুড়িয়ে হাতে নিয়ে কিছুক্ষণ
দেহে অনুভব শীত কনকন৷

পানির খেলায় ব্যাঙের প্রণাম
ঘেঙর ঘেঙর ডাকে অবিরাম৷
পথ-ঘাট আজ কাদা কদাচিত
সাবধান পায়ে ভুরু কুঞ্চিত
পিচ্ছিল খুব ভয় কিঞ্চিত
কখনো বা কেউ হয়ে যায় চিত৷

তরুলতা পেল রস আঞ্জাম
মাঠ-ঘাট হল পানি সমাগম
নদী-নালা পেল প্রাণ অনুপম
প্রকৃতি আজি নব উদ্যম৷

একটানা থাকে বৃষ্টি কখনো
মানুষ সবি ঘরে লুকানো৷
লাগাতার বারি প্রাত থেকে রাত
সূর্যি মামার নেই সাক্ষাত৷

ঋতু বর্ষায় ফোটে কদমফুল
অপরূপ সাজে হর্ষপ্রতুল৷
ছোট শিশু করে ছবি অংকন
আষাঢ় চিত্র করে অবলোকন৷
কত শত কবি করিল বর্ণন
ধরাতে আছে আবাস অগণন
ঋতুসাজ নাহি কোথাও এমন৷