এলো খুশির ঈদ

নতুন চাঁদের নতুন হাসি
মাস পেরিয়ে খুশির রাশি
শুভক্ষণের সাজ সকাশে
নতুনত্বের আমেজ বেশে
এলো খুশির ঈদ৷

প্রত্যুষে আজ অবগাহন
নানান স্বাদের খুব আয়োজন
নতুন জামা নতুন কাপড়
লাগিয়ে আজ সুরমা আতর
গাইছে সবে গীত৷

পাড়া-প্রতি, স্বজনপ্রীতি
বন্ধুমহল, খেলার সাথী
এক হয়েছে জায়নামাজে
প্রার্থনা আজ শুভকাজে
সেতো আসমানী তাগিদ৷

ধনী-গরিব এক কাতারে
উঁচু-নিচু সম আকারে
বর্ণ-গোত্র থাকুক অমিল
সাম্য মৈত্রীর অপূর্ব মিল
যেন কোরআনি তাওহীদ৷

অনাহারীর আহার জুটে
বঞ্চিত আজ হর্ষ লুটে
ঈদ হাসিতে শরীক সবে
মলিনছন্দ নেই রে ভবে
সবে রেসালাত মুরিদ৷

দিনে রোজা রাতে নামাজ
পাপ হ্রাস আর পুণ্যে সমাজ
সিয়াম ত্যাগের এই বিনিময়
দান করিবেন প্রভু দয়াময়
আজি পুরস্কারের দিন৷

রহমতেরি পরশ বিছিয়ে
ফেরেশগণ সকাল সাজিয়ে
ক্ষমার আর্জি পেশ করেন আর
নেকিপূর্ণ মুমিন-মুমিনার
এলো খুশির ঈদ৷