মা আমার ভাবনা জুড়ে থাকো যে সারাক্ষণ! তুমি আমার গর্ভধারিণী তেমায় ছাড়া! আমি দূরে বলো থাকি কতক্ষণ।
সবার আগে মা আমার! ওগো মা….মা আমার নয়নমণি, নয়নের আলো! তুমি আমার পরশমণি, আধারের আলো।
মধুর শব্দ মা আমার ময়মতাময়ী মা…ক্ষমতার আধারে সর্বোচ্চ তুমি গর্ভধারিণী মা। মা আমার সুখের আশা, নিরাপদ আশ্রয়স্থল! তেমায় ছাড়া আমি দূরে বলো থাকি কতক্ষণ।
একটুখানি আড়াল হলে কাঁধে তোমার আঁখি! সন্তানের আশায় বসে থাকো কভে যে ফিরে আসি। ক্ষণে ক্ষণে এসে জড়িয়ে বলবো মা তোমায় ভালোবাসি।
জীবনের এই সংকটময়ে যার কথা আমি ভাবি! সংগ্রামী মায়ের কাছে তার চেয়ে আমি বড় দামী।
মাগো করোনায় আক্রান্ত আজ কতো শত মানুষ! তোমায় কি আমি জড়িয়ে ধরবো ঠিক আগের মতো।
মা আমার ভাবনা জুড়ে থাকো যে সারাক্ষণ! মা দিবসে তোমায় জানায় গভীর শ্রদ্ধা নিবেদন।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী