মজিববর্ষ!

সুশাসন গড়বো মোরা!
দুঃশাসন নহে।
মজিব তোমার পাশে থাকবো!
বাংলার এই বিজয়ে।

বাংলা মায়ের হাঁশি মুখে!
তোমার এই স্লোগানে।
দীপ্তসকাল মুখরিত!
শুধু’ই বাংলার জয়গানে।

স্মরণ করছে সবাই তোমায়!
আজ বাংলার এই বিজয়ে।
তুমি সদায় বেঁচে থাকো
বাংলার এই হৃদয়ে।

মজিববর্ষের উজ্জ্বলতায়!
চললো ক্ষণগণনা।
অবশেষে সফল হলো!
মজিবজন্মশতবার্ষিকীর ক্ষণগণনা।