তুমি আসবে বলে!
বসে আছি অপেক্ষার দীর্ঘ প্রহরে।
তুমি আসবে বলে!
চেয়ে থাকি তোমার পথচলার সে চেনা পথে।
তুমি আসবে বলে!
এখনো একা হেঁটে চলি ভালো লাগার সে পথে।
ভাবছি হঠাৎ এসে বলবে!
চলো একা পথ দীর্ঘ করি।
দু’জন হাঁটতে হাঁটতে!
সে চেনা ছোট্ট ব্রিজে দেখা মিলে।
হঠাৎ করে তুমি বলেছিলে!
গাছের উপর তাকিয়ে দেখো কত সুন্দর ফুলগুলো।
ফুলের সৌরভে মুগ্ধ তুমি বলেছিলে!
কাল সকালে ফুলগুলো দিবে কি আমায়।
ফুলগুলো বিষন্নতায়!
একাকীত্বের বেদনায় শুকিয়ে গিয়েছে।
তুমি আসবে বলে! বসে আছি আমি।
তোমার পছন্দের ফুলগুলো নিয়ে।
সময় পেলে এসো প্রিয়!
নিয়ে যেও তোমার পছন্দের ফুলগুলো।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী