অপেক্ষার দীর্ঘ প্রহরে! ক্ষণে ক্ষণে জ্বলছি আমি;
অপেক্ষা করবো বলো আর কতো খানি ?
অপেক্ষা যেন এক রাশি বিষাদের আবরণ!
অপেক্ষার মাঝে’ই মানুষের জীবনের অবতরণ।
অপেক্ষার মাঝে যদি হয় সত্যের বিজয়!
অপেক্ষা করে; করো তুমি সত্যের সাধন।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী