অপূর্ণতা

অপূর্ণ কি পূর্ণ হয় ? অপূর্ণ’ই বয়ে রয়।
জীবনে পেয়েছি যতখানি! অপূর্ণ’ই ততখানি।
পূর্ণতার খোঁজে সবাই ব্যাকুল।
অপূর্ণ কি শুধু’ই অ্যাকুল।
আমার অপূর্ণ রয়ে গেলো!
তোমার কি পূর্ণ হলো ?
পৃথিবী’টা পূর্ণতায় ভরা!
আমরা’ই শুধু পূর্ণহারা।
পূর্ণ যদি সবাই হতো!
অপূর্ণ কেউ’বা থাকতো।