স্বাধীনতা

চিএ অঙ্কনঃ আজিজা সুলতানা

স্বাধীনতা ফসলের সবুজে ঘেরা এক লাল রংএর বৃত্ত!
মনে করিয়ে দেয় স্বাধীনতার প্রানহানী চিত্র।

যুদ্ধ করেছে নানান জাতি, যুদ্ধ করেছে দেশ!
যুদ্ধের সময় মানুষ সবাই ছিলেন নানান বেশ।

সে যুদ্ধে প্রান দিয়েছেন, দিয়েছেন কত লোক!
আজও ভুলিনা আমরা পালন করি সেই শোক।