আবু সুফিয়ানের ৫ টি কবিতা

 

নক্ষত্রপুঞ্জের মাঝে

আবু সুফিয়ান

 

নক্ষত্রপুঞ্জের মাঝে,

ছবিঃ মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্বরচিত কবিতা পড়ছেন কবি আবু সুফিয়ান

বহু আকাশের সীমানা পেরিয়ে,
বিলিয়ন আলোকবর্ষ দূরে,
কোন এক গ্রহে
তোমাকে যদি পেয়ে যেতাম…
আমি অন্ধকারে আলোকছটা আসার মত
অন্দলিত হতাম,
মরুভূমিতে বৃষ্টি আসার মত
খুশি হোতাম।

 

প্রিয়
পৃথিবীর ভুল ভালোবাসাগুলো শুধরে নিতাম,
সত-সহস্র বছর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম
তোমার চোখের পানে।
তুমিও দেখতে আমার চোখে,
ঠিক পৃথিবীর মতই
আড় চোখে আর লুকিয়ে।

 

তুমি ছাড়া শব্দগুলো

তুমি ছন্দ ছিলে

ছিলে কবিতার পঙক্তিমালার প্রাণ

ছিলে কথাদের মিছিলের জোরালো শব্দ

অবেগভরা কথামালার ফুল

রাগ-অভিমানের মুল।

 

আজ তুমি নেই

নেই তোমার শব্দ,

কিন্তু কবিতা আছে

আছে ছন্দপতন,

এলোমেলো কথাদের অস্পষ্টতা,

আছে অভিমান, রাগ

শব্দগুলোর অস্পষ্ট গুঞ্জন।

 

শুধু নেই তুমি!

 

কবিতার প্রাণেশ্বর ছাড়া আমিও আছি

অন্য হৃদয়ের

ভিন্য কোন গানের সুরে

তুমিবিহীন ছন্দহীন শব্দের ভিড়ে।

 

তোমার হাতের রক্তনালী

বালিকা,

তোমার হাতের রক্তনালীর

লাল-নীল আভা দেখে

হৃদয়ে বৈশাখী ঝড় উঠেছে

এই শীতের সকালে।

 

তুমি তো জানো না

ঝড়ের তাণ্ডবে কত খণ্ডিত হই আমি

নিঃশ্বাসের শব্দ বাড়ে

কত বার মরি, বেঁচে উঠি কতবার।

 

তুমি বুঝ এবার হয়তো আমি

বিক্ষিপ্ত হোলাম ভালোবাসার বলয় থেকে

আর সবার মতোই মাংসের গন্ধে আমি মাতাল

বেখেয়াল, পাগলপারা।

 

বিশ্বাস করো, বালিকা!

আমি মাংসাশী নই

মাথার সমস্তটুকু সচেতনতা

চেতনার চুড়ায় উঠেও

ভালবাসি তোমায়।

 

কোন একদিন

কোন একদিন আমাদের ঘোর কেটে যাবে,
কোন একদিন আমরা সত্যি স্বপ্ন দেখবো,
কোন একদিন আমরা শিশিরসিক্ত ঘাসের উপর হাটবো,
কোন একদিন আমরা ঘাসফুলদের ছুঁয়ে দেবো।

 

কোন একদিন আমাদের সকাল হবে খুব সকালে,
কোন একদিন আমাদের একটি পত্রিকা নিয়ে কাড়াকাড়ি হবে,
কোন একদিন সকালের কফি আমরা একসাথে খাবো,
কোন একদিন দুপুরবেলা আমরা আড়ালে লুকিয়ে থাকবো,
কোন একদিন বিকেলবেলা আমরা নদীজ্বল স্পর্শ করবো,
কোন একদিন গোধূলিতে আমরা সূর্যকে বিদায় দিবো,
কোন একদিন সন্ধ্যাবেলা আমরা কবিতা পড়বো,
কোন একদিন মাঝরাতে আমরা চোখ দেখবো।

 

কোন একদিন আমরা “কোন একদিনের” স্বপ্ন দেখবো না,
কোন একদিন আমাদের স্বপ্নগূলা বিক্রি হবে না,
কোন একদিন রাতের দূরের পাখিটা করুণ সূরে গাইবে না,
কোন একদিন আমি আর নীরবচারী থাকবো না,
কোন একদিন তুমি আর অনুভূতি লুকাবে না,
কোন একদিন আমরা সামান্য আঘাতে মন ভাঙবো না,
কোন একদিন আমরা আর অন্যদের হব না।

 

অন্তরালের দৃষ্টিভ্রম

তোমার না দেখা নিশ্বাসপ্রশ্বাসের গহিনে,
মনের গহিন কোণের কোন এক জায়গায়
আমার অস্তিত্ব আছে…

 

না, না, না!!!
ভেবেছিলাম।
সেতো অন্তরালের দৃষ্টিভ্রম।

 

 

লেখকঃ ‘দ্য সাইলেন্ট পোয়েট’ আবু সুফিয়ান

আবু সুফিয়ান ১৯৮৯ সালে বাংলাদেশের কুমিল্লা জেলার লাকসাম থানায় জন্মগ্রহণ করেন। কবিতার জগতে, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তিনি ‘দ্য সাইলেন্ট পোয়েট’ (The Silent Poet) হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। কবিতা লেখা ছাড়াও আবু সুফিয়ান স্ক্রিপ্ট রাইটিং ও সমাজসেবী হিসেবে কাজ করেছেন বিভিন্ন দেশি বিদেশি পত্র-পত্রিকা, প্রযোজনা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে।

দেশি-বিদেশী বিভিন্ন জার্নাল, ম্যাগাজিন, পত্রিকাতেও তার কবিতা প্রকাশিত হয়েছে। যার মধ্যে অন্যতম ১টি মালয়েশিয়া থেকে ও বাকি ৪টি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়। প্রকাশিত বইগুলো- ‘ভয়েস অফ মোনার্ক বাটারফ্লাইস’ (Voice of Monarch Butterflies), ‘এ্যাপল ফ্রুটস অফ এন ওল্ড ওক’ (Apple Fruits of an Old Oak), ডেনডেলিঅন ইন এ ভেইয অব রোজেজ (Dandelion in A Vase of Roses), হয়ার আর ইউ ফ্রম (Where Are You From), হয়ার আর ইউ ফ্রম (Where Are You From) এবং ‘বি দ্য হিরো’ (Be the Hero)।

দ্য সাইলেন্ট পোয়েটকে পাঠকরা পাবেন তার ফেইসবুক পেইজ- facebook.com/Sufian.Author, ইমেইল- sufiand2k@yahoo.com। এছাড়াও মালেয়শিয়ার রেডিওতে কবি আবু সুফিয়ানের কবিতা শুনতে YouTube লিংকে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=A_FaZMSZ9vw