অবুজ ছেলে অলস বলে
তুমি সবার পিছু।
তোমার দ্বারা অসম্ভব নয়
করতে কোন কিছু।
চলার পথে মনে হয়
তুমি সবার হিরো।
কথাই তুমি অনেক কিছু
কাজের বেলায় জিরো।
কাজের কথায় অবুজ তুমি
বুদ্ধি তোমার বাজে।
বোকা ছেলের মতো ধরন
দেখি তোমার মাঝে।
স্কুলে যাও ক্লাশে নয়
স্টুডেন্ট তুমি নামে।
নষ্ট করছো বাবার টাকা
মিথ্যা প্রেমের দামে।
সবার শেষে পড়ে থাকবে
তুমি থাকবে ভুলে
পড়ায় তোমার মন বসেনা
মডেল তোমার চুলে।