ঝগড়াঝাটি কার ভালো লাগে বলুন? ঝগড়া হলেই মনে হয় এই বুঝি সম্পর্কের ইতি। কিন্তু গবেষকরা বলেছেন অন্যরকম কথা। তাদের মতে যেসব জুটির মাঝে ঝগড়া হয়,তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসেন।
জরিপে দেখা গেছে ৪৪ শতাংশ দম্পতি বিশ্বাস করেন যে,সপ্তাহে অন্তত একবার ঝগড়া হলে সম্পর্ক সুন্দর এবং দীর্ঘমেয়াদি হয় এমনকি যেসব জুটি নিয়মিত তর্কে জড়ান তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝি গুলো দূর করে ভালোবাসা টিকিয়ে রাখেন তারা।
প্রেম ভালোবাসার সম্পর্কে যেসব প্রেমিক-প্রেমিকারা বেশি ঝগড়া করে, তাদের সম্পর্কটা অনেক বেশি রোমাঞ্চকর হয়। এর ফলে একে অন্যের প্রতি আরো বেশি আস্থাবান হয়ে উঠেন,এমনকি তারা সম্পর্কটাকে অনেক বেশি উপভোগ করেন।
ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারেনা,নিজেকে শূন্য মনে হয়,তাই ভালোবাসি সৃষ্টিকর্তার সকল সৃষ্টি, প্রকৃতি, মানুষ, আপনজন প্রিয়জন।
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে,তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
লেখক ও সমাজকর্মী