বিদায় মাহে রমজান

আজ ২৯ রমজান। এক মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে। শেষ হবে পবিত্র মাহে রমজান। এই রমজান মাস হতে পারে জীবনের শেষ রমজান।

জানিনা? এই রমজান মাস আর ফিরে পাবো কিনা! এই রমজান মাসে আমাদের সকলকে। আমল করার তৌফিক দান করার জন্য। আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ!

এই রমজান মাস এর ফজিলত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। রমজান মাসে দান – খয়রাতের মধ্যে রয়েছে অশেষ সওয়াব। প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রমজান মাসে বেশি বেশি দান – খয়রাত করতেন।

রমজান মাসের বিশেষ সাদকা ফিতরা।ফিতরা দারিদ্র মানুষের অন্নদানের অন্তভুক্ত।

এই ফিতরার সাথে সিয়ামের সম্পর্ক রয়েছ। ফিতরা ও এক ধরনের যাকাত।

যাকাত দেওয়া ফরজ। আর ফিতরা দেওয়া ওয়াজিব। ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বেই ফিতরা বন্টন করা উচিত।

এই ফিতরা অভাবগ্রস্ত আত্নীয়-স্বজন। পাড়া – প্রতিবেশীর মধ্যে বিলানো অধিক সওয়াবের কাজ।

আমাদের দেশে প্রতিবছর রোজার মাসে। সরকারিভাবে ফিতরার অংশ বা টাকা ধার্য করে দেওয়া হয়।

আমাদের সকলের উচিত! ইসলামী শরীয়া মোতাবেক সঠিক ও সৎ পথে জীবন-যাপন করা। এবং সে অনুযায়ী আমল করা।

আসুন আমরা সকলে সঠিক নিয়মে। ফিতরা ও যাকাত আদায় করি। দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। দরিদ্র মানুষের অন্নদানের চেষ্টা করি।

এই অন্নদানের উছিলায়। পবিত্র মাহে রমজান মাসে। বেশি বেশি আমল ও দান করার উছিলায়। ‘আল্লাহ ‘ যেন আমাদের সকলের। জীবনের সকল গুনা মাফ করে দেয়! আমিন।