শাহরাস্তি উপজেলায় অরাজনৈতিক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “খিলা জাগ্রত তরুণ সংঘ” কর্তৃক আয়োজিত একাদশ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
৩০রা সেপ্টেম্বর, রোজ বুধবার সংস্হার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল এর তত্ত্বাবধায়নে গ্রাম খিলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়।
উক্ত বিতরন কালে উপস্থিত ছিলেন সংস্হার পরিকল্পনা ও গবেষণা সম্পাদক আবু বকর সিদ্দিক (শামীম), সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক হাসানুর রহমান, ক্রিড়া সম্পাদক অারমান হোসেন, অফিস সম্পাদক তামজিদ হোসেন (সাগর), সংস্হার সদস্য শামছুদোহা প্রমুখ।