চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা গ্রাম খিলায় অরাজনৈতিক ও সামাজিক সংগঠন “খিলা (উঃ) পাড়া জাগ্রত তরুণ সংঘ” এর কমিটি (২০১৯-২০)ইং গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি পদে তরুণ মোঃ ইব্রাহিম খলিল ও সেক্রেটারি পদে তরুণ জোবায়ের আহম্মেদ কে মনোনয়ন করা হয়।
সহ-সভাপতি পদে মোঃ মামুন হোসেন, মোঃ বেলায়েত হোসেন, ইব্রাহিম খলিল সুমন, সহ-সেক্রেটারি হিসাবে মাহিন হোসাইন, তানবির হোসেন (ওয়াকিল), আলি হোসেন (আলম), সাংগঠনিক সম্পাদক হিসাবে অারিফ হোসেন, সহ-সাংগাঠনিক হিসাবে আজাদ হোসেন,
দপ্তর সম্পাদক মেহেদী হাসান (রাকিব), অফিস সম্পাদক তামজিদ হোসেন (সাগর), অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, শিক্ষা সম্পাদক মেহেদী হাসান (আবির), প্রশিক্ষণ সম্পাদক জাবেদ হোসেন, অান্তজার্তিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচারও মিডিয়া সম্পাদক হাসানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ইলিয়াস হোসেন, পরিকল্পনা ও গবেষণা সম্পাদক উসমান রহমান (শামীম), তথ্য সম্পাদক রাকিব হোসেন জমিদার, ছাত্রকল্যাণ সম্পাদক তোফায়েল অাহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক তুষার জমিদার, গণশিক্ষা সম্পাদক মেহেদী হাসান( হ্রদয়), ক্রিড়া সম্পাদক আরমান হোসেন, প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম।
সংগঠনের কাজ, লক্ষ্য ও উদ্দেশ্যঃ
★ জনসেবা ও সমাজ সংস্কারের মাধ্যমে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা।
★ এলাকার দরিদ্র মেধাবী/অশিক্ষিত ছেলে/মেয়েদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা।
★ শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরন বিতরন করা।
★ বাল্যবিবাহ প্রতিহত করা এবং যৌতুক প্রথা বন্ধ করা।
★ শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন ও হত দরিদ্রদের মধ্যে ঈদে নতুন জামা কাপড় বিতরণ করা।
★ মাদকাশক্তি ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত থাকার জন্য উৎসাহিত করা।
★ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
★ গুণী এবং সমাজসেবক দেরকে কৃতি সংবর্ধনা দেওয়া।
★ অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
★ ক্ষোভ আক্রোশ প্রতিহিংসার বদলে পরস্পরের প্রতি মমত্ববোধ সৃষ্টির বিষয়ে পরামর্শ দেওয়া।
★ বৃক্ষ রোপনে উৎসাহী করা (গাছ লাগান পরিবেশ বাচাঁন) বাস্তবায়িত করা।
★ আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা যেমনঃ কম্পিউটার, ই-মেইল, ওয়েবসাইট, সহ উন্নত প্রযুক্তি সম্পর্কে অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে প্রাথমিক জ্ঞান প্রদান।
★ ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করা।
★ এছাড়াও সমাজের সকল প্রকার মানব কল্যাণ মূলক কাজ করা।
আপনাদের সকলের দোয়া ও সাহায্য সহযোগীতা একান্ত কাম্য করছি।
https://www.facebook.com/khilaawakeyoungassociation