ফুটবল বিশ্বের সেরা দুই প্রতিদ্বন্দ্বী দল। ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল,আর্জেন্টিনা বাঙালী ফুটবল । প্রেমী’দের মধ্যে বেশ সাড়া জাগায়। তাদের অনবদ্য সেরা খেলা দেখতে বাঙালী উল্লাসে মেতে ওঠে।
ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টার’রা। যেন একে অপরের চির-প্রতিদ্বন্দ্বী। চলতে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে। নানা রকম সমালোচনা। প্রিয় দলের জন্য জগড়া কে! না করতে চায় ?
প্রিয় দল নিয়ে জগড়ায় মেতে উঠে বাঙালী ফুটবল ভক্ত। এই প্রিয় দু’টি দল বাঙালী ফুটবল ভক্ত’দের।
হৃদয় হরণ করে মনে জায়গা করে নিয়েছে।
কোপা আমেরিকা ২০১৯ সালের ০৩ জুলাই।
চির-প্রতিদ্বন্দ্বী এই দুই দল মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছে। ভক্ত’রা নিজের দল’কে সবসময় এগিয়ে রাখে। সমীকরণ দেখলে দুই দল’ই ভালো অবস্থানে আছে। তবে এই ভালো অবস্থান ধরে রাখার জন্য দরকার নিজে’দের সেরা খেলা’টা।
ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ শুরু। ব্রাজিল নেইমার বিহীন সেমিফাইনাল খেলতে নামলো।
কিন্তু নেইমার এর অপূর্ণতা কোনভাবেই বুঝতে দেয়’নি। ব্রাজিলীয় ফুটবলার’রা।তাদের অসাধারণ পারফরমেন্স! আর্জেন্টিনা’কে ২-০ গোলে হারিয়ে দেয়। প্রিয় ব্রাজিল টিম।
আর্জেন্টিনা’কে হারিয়ে। কোপা আমেরিকা আসরের ফাইনালে ব্রাজিল। ব্রাজিল এর পক্ষে গোল করেন। গ্যাব্রিয়েল জেসুস ১ টি গোল এবং রবার্তো ফিরমিনো ১ টি গোল। তাদের দু’জনের চমৎকার গোলে অসাধারণ জয় পায় টিম ব্রাজিল।
ব্রাজিলীয় ফুটবলার! সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার। এর যাদু দেখে মুগ্ধ হলাম। সে-যেন এক ডানাভরা পাখির মতো উড়াল দিয়ে গোল রক্ষা করলো। দূশ্য’টা ছিলো সত্যি অবিশ্বাস্য!
ম্যাচ শেষে একটি বিষয় লক্ষ করে দেখছেন?
ব্রাজিলীয় ফুটবলার’দের মনের উদারতা। আর্জেন্টিনার সেরা ফুটবলার লিজেন্ড যাদুকর। লিওনেল মেসি কে! দানি আলভেস জড়িয়ে ধরে। যে সমবেদনা ও সান্তনা দিয়েছেন তা থেকে অনেক কিছু শিখার আছে।
আসলেই লিওনেল মেসি একজন সেরা খেলোয়াড়। আর এই লিজেন্ড এর জন্য’ই। আর্জেন্টিনা টিম এখনো টিকে আছে। টিকে আছে আর্জেন্টিনার হাজারো ভক্ত প্রেমিক। সেরা খেলোয়াড়র হিসাবে রইল প্রীতি ও ভালোবাসা।
অভিন্দন ব্রাজিল টিম। ব্রাজিলীয় সাপোর্টার’দের। চমৎকার জয়! উপহার দেওয়ার জন্য।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী