বিশ্বকাপে অনেক হার্ড-হিটার ব্যাটসম্যানই আছেন যারা বড় বড় ছক্কা হাঁকাতে নবাব। এবার সে যত ভালো বোলারই হোক না কেন তাদের পক্ষে ছক্কা মারাটা তেমন কোনো ব্যাপারই নয়। তবে টপ-৫ লিস্টের একজন বোলার আছেন,যার বলে এই বিশ্বকাপে এখন পর্যন্ত ছক্কা হাঁকাতে পারেননি কোনো ব্যাটসম্যানই।
আর তিনি হলেন পাকিস্তানের মোহাম্মদ আমির।
এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ ম্যাচের মধ্যে তার বলে ছক্কা হাঁকাতে পারেননি কোনো ব্যাটসম্যানই এবং এই আসরে আমিরই একমাত্র বোলার যিনি ছক্কা হজম না করে সবচেয়ে বেশি ২৭৬টি বল করেছেন।
অথচ এই মোহাম্মদ আমিরকেই কি না বাদ দিয়ে বিশ্বকাপের দল গঠন করেছিল পাকিস্তান। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে গিয়ে বোলারদের অবস্থা খুব খারাপ দেখে শেষ মুহূর্তে আমিরকে দলভুক্ত করে নিয়েছিল পাকিস্তান। এরপর নিয়মিতই পাকিস্তানের হয়ে খেলে যাচ্ছেন এবং ১৫ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
আমির ছাড়া শীর্ষ উইকেট শিকারি প্রায় প্রতিটি বোলারই ছক্কা হজম করেছেন। মিচেল স্টার্ক,জোফরা আর্চার,লুকি ফার্গুসন, মার্ক উড, প্যাট কামিন্স, ইমরান তাহির, মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা সাকিব আল হাসান- সবাই ছক্কা হজম করেছেন, শুধুমাত্র আমির ছাড়া।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী