বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান!
বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বললে! স্বপ্নের বিশ্বকাপ অর্জনের চিন্তা করলে!
প্রথমে সাকিব আল হাসানের নাম নিতে হবে’ই। কারণ বিশ্বসেরা এই অল-রাউন্ডার বাংলাদেশর ক্রিকেট যেমন পরিবর্তন করেছে। ঠিক তেমনি বিশ্বসেরা অল-রাউন্ডার খ্যাতি অর্জন করেছে।
সাকিবের এই খ্যাতি অর্জনে বাংলাদেশকে চিনেছে বিভিন্ন অচেনা দেশগুলো। বাংলাদেশ পরিচিত লাভ করেছে ব্যাপক আকারে। কিন্তু এই প্রতিবাদ এর জন্য সাকিবকে আজকে পেতে হচ্ছে নিষেধাজ্ঞার শাস্তি।
সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসি ব্যবস্থা নিয়েছে নিয়ম অনুযায়ী। নিয়ম অনুযায়ী আসলে কিছু করার থাকে না। কিন্তু তবুও মনে প্রশ্ন জাগে! এটা কেমন নিয়ম ?
যে নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের স্বার্থ রক্ষা হয়না? যে কেউ বিষয়’টি নিয়ে চিন্তিত! আইসিসির হঠাৎ এমন সিদ্ধান্ত মনে হচ্ছে স্বৈরাচারী সিদ্ধান্ত!
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব প্রত্যাখান প্রস্তাবের কথা গোপন রাখার অপরাধে গুরুদণ্ডে দন্ডিত সাকিব আল হাসান! ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত। অথ্যাৎ, এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হইছে সাকিব’কে।
সাকিব’কে জুয়াড়ি প্রস্তাব দিয়েছে বটে! কিন্তু সে তো রাজি হয়নি। তার ভুল হয়েছে বটে! কিন্তু এতে সাকিবের এত বড় ভুল হয়েছে বলে মনে হয়।
প্রস্তাব প্রত্যাখান ও প্রস্তাবের কথা গোপন রাখা যদি অপরাধ হয়ে থাকে। তাহলে সমীকরণ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি মানুষ অপরাধী। তাদের কেনো শাস্তি হয়না ?
কারণ তারা প্রতিবাদ করে না! সাকিব প্রতিবাদ করেছে সত্য কথা প্রকাশ করেছে তাই তার শাস্তি পেতে হয়েছে।
সাকিব-বিহীন বাংলাদেশ টিমকে কল্পনা করতে পারছি না! ক্রিকেট এর প্রতি শ্রদ্ধাশীল, ভালোবাসা ভেঙ্গে দিলো।
আইসিসি সাকিবকে শাস্তি দিয়ে যেমন তার ক্যারিয়ার নষ্ট করেছে। ঠিক তেমনি বাংলার ক্রিকেট এর কালো অধ্যায় নেমে এসেছে বটে।
নিষেধাজ্ঞা পেরিয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে। বাংলার ক্রিকেটে ফিরে আসুক! বিশ্বসেরা অল-রাউন্ডার বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। প্রতিবাদী সাকিব আল হাসান!
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী