বিশ্ব সেরা অল-রাউন্ডার! সেরা কথা’টা শুনলে মনে প্রশ্ন ? জাগতে পারে! কে এই সেরা ব্যক্তি ? কে এই বিশ্ব সেরা অল-রাউন্ডার ? কোন দেশের হয়ে তিনি খেলেন ? সব প্রশ্নের একটা উওর! তিনি আর কেউ নয়! আমাদের বাংলাদেশের গর্ব! আমাদের গর্ব! বিশ্ব সেরা অল-রাউন্ডার! সাকিব আল হাসান।
সাকিব এর খেলা দেখে। সাকিব এর বিশ্বসেরা’র কৃতিত্ব দেখে অনেক অচেনা দেশ! আমাদের ভালো করে চিনেছেন। পরিচিত লাভ করেছে সারা-বিশ্বে।
আসুন! এই বারের স্বপ্নের বিশ্বকাপে! বিশ্ব সেরা অল-রাউন্ডার! সাকিব আল হাসান এর রানের পাহাড় ও উইকেট এর কৃতিত্ব। এক-নজরে দেখে নেই।
বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান। তৃতীয় ক্রিকেটার হিসেবে! এই বিশ্বকাপে ৬০০ + রান করার রের্কড গড়লেন।
সাউথ আফ্রিকার বিপক্ষে, ৭৫ রান, নিউজিল্যান্ডের বিপক্ষে,৬৪ রান, ইংল্যান্ডের বিপক্ষে, ১২১ রান, ওয়েস্ট উন্ডিজের বিপক্ষে, ১২৪ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৪১ রান, আফগানিস্তানের বিপক্ষে, ৫১ রান, ভারতের বিপক্ষে, ৬৬ রান, পাকিস্তানের বিপক্ষে, ৬৪ রান।
চলতি বিশ্বকাপে সব-মিলিয়ে তাঁর গড় রান দাঁড়ায় ৬০৬ রান। একই-সঙ্গে তুলে নিয়েছেন ১১ উইকেট।
চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড নিয়ে, প্রথম স্থানে অবস্থান করছে। বিশ্ব সেরা অল-রাউন্ডার! সাকিব আল হাসান।
লক্ষণীয় বিষয়! ভারতীয় ক্রিকেটার! শচীন তেন্ডুলকর। শচীন তেন্ডুলকরের একটি রেকর্ড ছুঁয়েছেন বাংলাদেশি এই অল-রাউন্ডার।
এক বিশ্বকাপে সাত’টি হাফ-সেঞ্চুরি রয়েছে শচীনের। তেমনি ২০১৯ বিশ্বকাপে সাকিবের ও হাফ-সেঞ্চুরির সংখ্যা সাত’টি।
সাকিব আল হাসান! স্বপ্নের বিশ্বকাপ জয় করতে না পারলেও। সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে তুলেছে। জয় করছে হাজারো ক্রিকেট ভক্ত, বাঙালী ক্রিকেট প্রেমী’দের মন।
সর্বোচ্চ রানের রেকর্ড গড়েও! সাকিব আল হাসান! আই.সি.সি’র নতুন নিয়ম অনুযায়ী! ম্যান অব দ্যা টুর্নামেন্টের! খেতাব অর্জন করতে পারেনি।
আই.সি.সি’র নতুন নিয়মের কাছে হেরে গেলো! সাকিবের ম্যান অব দ্যা টুর্নামেন্ট! কিন্তু সাকিবের বিশ্ব রেকর্ড করার নজির! স্বপ্নের বিশ্বকাপে! সর্বোচ্চ রানের তালিকায়! প্রথম-স্থানে রয়ে যাবে সর্বক্ষণ!
সাকিব মানে’ই জিতবে টাইগার! দেখবে দেশ।
সাকিব মানে’ই গড়বে রেকর্ড! দেখবে দেশ।
বাংলাদেশের এক উজ্জ্বল-নক্ষত্র! সাকিব আল হাসান এর জন্য রইল! অনেক অনেক শুভেচ্ছা ও অভিন্দন।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী