স্বপ্নের বিশ্বকাপ জয় দিয়ে শুরু করলেও। পর পর দু’টি ম্যাচ হারে।শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত। যেন মন ভেঙ্গে দেয় বাংগালী সমর্থকদের।
ম্যাচ হারের ব্যর্থতা কাটিয়ে তুলতে। চেষ্টায় চালিয়ে যাচ্ছে টিম বাংলাদেশ। এদিকে রীতিমত অনুশীলন করে যাচ্ছে। টাইগার বাহিনী। দলে নতুন মুখ নিয়ে চলতে থাকে। অনেক আলোচনা।
উন্ডিজ এর বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায়। টিম বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মোস্তাফিজ ৩ উইকেট, সাইফ উদ্দিন ৩ উইকেট ও সাকিব এর মল্যবান ২ উইকেটে। ৩২২ রানের টার্গেট দেয় টিম উন্ডিজ বাহিনী।
৩২২ রান তাড়া করে জয়ের লক্ষ্যে। ব্যাট করতে নামে টাইগার বাহিনী।সৌম্য ২৩ বলে ২৯ রান, তামিম ৫৩ বলে ৪৮ রান করেন। সাকিব ও লিঠন এর দূর্দান্ত ব্যাটিং তান্ডবে ৭ উইকেটে জয় তুলে নেয় টিম বাংলাদেশ। সাকিব ৯৯ বলে ১২৪ রান, লিঠন ৬৯ বলে ৯৪ রান করেন।
জয়ের নায়ক লিঠন ও সাকিব আল হাসান।ম্যাচ সেরা সাকিব আল হাসান।
৫ পয়েন্ট অর্জন করে।পয়েন্টে টবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশ দল। সেমিতে যাওয়ার স্বপ্ন দেখছে ১৬ কোটি বাংগালী। বাকী ম্যাচ গুলো জয়ের অপেক্ষা।
২য় বারের মতো জয় তুলে নেওয়ার জন্য। প্রিয় শাহরাস্তি অনলাইন নিউজ।এর পক্ষ থেকে টাইগার বাহিনী’কে জানাচ্ছি। প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
এগিয়ে চলো বাংলাদেশ! আমরা ১৬ কোটি বাংগালী। সব-সময় আছি তোমাদের পাশে।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী