স্টার স্পোর্টসকে সমালোচনা করলো পিসিবি

বিশ্বকাপের প্রত্যেকটি খেলা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টিভি ব্রডকাস্টাররা। সরাসরি খেলা সম্প্রচার, খেলার আগে ও পরের বিশ্লেষণ মানুষের কাছে ক্রিকেটকে করে তুলে আরো সহজ। এবারের বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টারের দায়িত্ব পেয়েছে ভারতীয় প্রতিষ্ঠান স্টার নেটওয়ার্ক। আইসিসির অফিশিয়াল ব্রডকাস্টারের চ্যানেল কিনে নেয় তারা।

তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে একটি বিজ্ঞাপন বানিয়ে এরই মধ্যে সমালোচিত হয়েছে স্টার স্পোর্টস। সেই বিজ্ঞাপনটিতে ভারতকে পাকিস্তানের বাবা হিসেবে দেখানো হয়।

যাতে ক্ষুব্ধ হন পাকিস্তানের সমর্থকরা। স্টারের এমন কাণ্ডে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমালোচনা করেছেন। তাদেরকে সবার প্রতি নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ভারত-পাকিস্তান ম্যাচে অনেকেই ধারণা করছেন বাড়তি উদযাপন করবে পাকিস্তানের ক্রিকেটাররা। তবে পিসিবি সভাপতি জানিয়েছেন ভারত ম্যাচে কোনো বাড়তি উদযাপন করতে দেখা যাবে না পাকিস্তানের ক্রিকেটারদের। ক্রিকেটকে সবসময়ই শান্তির বার্তা ছড়ানোর মাধ্যম হিসেবেই দেখেন তিনি।

পিসিবি সভাপতি এহসান মানি বলেন, আমার মনে হয় আইসিসির এ ব্যাপারে দৃষ্টিপাত করা উচিত। স্টার অফিশিয়াল ব্রডকাস্টার।শুধুমাত্র ভারতের ব্রডকাস্টার না। তাদের অবশ্যই সব দলের জন্য নিরপেক্ষ থাকা উচিত। এই বিজ্ঞাপনটি খেলার অংশ নয়।