ধৈয্যশীল হতে শিখি

আমরা নিজেকে ভালোবাসতে ভুলে গেছি, সবসময় শুধু হাহাকার আমরা নিজের উপর আস্থা রাখিনl l নিজেকে মূল্য দিতে জানিনা l

মানুষের জীবন টা খুব সুন্দর। একটা সুন্দর নিয়মে সুন্দর গতিতে বহমান। কখনো কখনো আমাদের চলার পথটা যখন একটু অমসৃন হয়, আমরা সব ভুলে যাই। দিশেহারা হয়ে পড়ি। কতটুকু পারি সমাধান করতে? যা আমাদের সন্তুষ্টি দেয়? কিংবা অনুপ্রেরনা জোগায়?

মুক্তির পথ আসে বন্দুর পথ থেকেই। সাহস আর আত্নবিশ্বাস যদি থাকে তোমার, তবেই তুমি বিজয়ী। শান্ত হও, ধীর বুদ্ধি দিয়ে এগিয়ে চলো দুঃসাহসিক গতিতে।

কখনো কখনো বিপদ থেকে এত সুন্দর শিক্ষা পাওয়া যায়, যা সারাজীবন মনে রাখার মতো এবং পরের ১০টা বিপদ মোকাবেলায় যথেষ্ট হয়। কখনো কখনো একটা বিপদ থেকে জম্মায়  একটা সন্দুর সমাধান যা আমরা কখনো ভেবে দেখিনা।

যদি কখনো জীবনের প্রতি মায়া কমে আসে একটা কাজ করবেন কোন হাসপাতাল ঘুরে আসবেন, দেখবেন মানুষের বাচাঁর আকুতী! তাদের কস্ট! তখন বুজবেন আপনি কতটা সুখী l আপনি কি তার থেকে বেশি কস্টে আছেন?

কিছুদিন আগে বাংলাদেশে বেশ কয়েকটা ঘটনা ঘটে, বিশেষ করে কয়েকটা আগুন l কয়েকশো জীবন, কয়েকশো স্বপ্ন আগুনে ভস্মীভূত হয়ে গেছে l আজ তাদের পরিবার বুঝে তাদের মূল্য l কতখানি শূন্যতা তাদের বুক, এটা শুধু তারাই জানে l

আমরা নিজেকে ভালোবাসি l আমাদের যা কিছু আছে তার মাঝে সুখ খুজি l নিজেকে বদলানোর চেষ্টা করি l