জীবনের গান

আহা, আহারে জীবন
না বুঝিস মোর ধ্যান ধারণা
না বুঝিস এই মন
খুঁজিস কাহার জীবন যাপন
কারে ভাবিস তোর আপন ।।

কাকে খুশি করতে চেয়ে
কার জীবনে ছুটলি ধেয়ে
সমাজ কি তো জীবন সাথী
কে পরিবার পরিজন? ।।

তোর পোশাকটা তুই কেঁচে যা
তোর জীবনটা তুই বেঁচে যা
ওদের জীবন বাঁচতে চেয়ে
কোথায় তোর জীবন?।।

মরার আগে খেয়াল হলে
জীবনটাই তোর যাবে জলে
সময় কালে চোখঁ মেলে দেখ
বাঁচ বাঁচিয়ে তোর জীবন ।।