ভালোবেসেছি

ভালোবেসেছি
চোখ তুলে চাইনি তোমায়
পাছে দূরত্বটা মাপা হয়ে যায় আমার মনের ;
কি আসে যায়? কত সাগর কত নদী- অবসর কোথায় গোনার !

ভালোবেসেছি
অদৃশ্যকে! বলো কোথায় শেকল পরাবো তোমায়?
কেনইবা উত্তাপ কিনবো স্বার্থের দামে এই দরিদ্র আমি;
কি আসে যায়? যদি ওই আগন্তুকে মনে উত্তাপ আনে!

ভালোবেসেছি
সে অসুখ টা আষ্টে পৃষ্টে জড়িয়ে তোমায় ধরে আছে
সুখটা যেন কোথায় পালিয়ে বেড়ায় কোনো এক বৃষ্টি বনে – গহীনে;
কি আসে যায়? ভালোবাসায়, প্রেতাত্মা অসুখী আত্মায়!

ভালোবেসেছি
দিবো বলে, দিয়েছি সাহারার সব চেয়ে দীর্ঘ পথটাকে তোমায়
বিশ্রামহীন মরুঝড়ে – থমকে যাওয়া সময়, ঘর, বাসস্থান, সুনসান;
কি আসে যায়? আলেয়ার হাতছানি, কোথায় নিকটবর্তী পান্থনিবাস!

ভালোবেসেছি
তোমার সাথে ইথারে বাঁধি না – বাঁধি না তোমায় আর প্রশান্ত বাতাসে
অধিকারে দাবিতে দায়িত্বে – সময় বা অসময়ে – বেলায় অবেলায়;
কি আসে যায়? প্রশান্তি, তুমি সুখী এখন – আমি তখনো পথের পথিক!