কেন বারে বারে

কেন বারে বারে শুধু লিখছ চিঠি,
যে ঠিকানায় আমি আর থাকি না,
কেন দৃশ্য গুলো সাজিয়ে রেখেছ,
যে ক্যানভাসে আমি আর আঁকি না।

কাদের স্বপ্ন কারা বিলোয় এখন
সে খবর জানি না
সেই পোষ্ট মাষ্টার বেচে নেই আর
পিয়নটা কোথায় জানি না।

হারিয়ে ফেলেছি একলা বাড়িটা
পথ তার খুঁজি না
কেন বারে বারে এই স্বপ্নেই আস
যে স্বপ্ন আমি আর দেখি না।

ক্ষমা করে দিও এই অবুঝকে
সবার পথ এক হয় না
হয়ত ফিরবে ডাকাতীয়া
এই আমি কখনো ফিরব না।