এতো সহজ নয়

বাকরুদ্ধ করা এতো সহজ নয়!

যার বঙ্গবন্ধুর মতো একজন চিরঞ্জীব নেতা আছে
যার রবীন্দ্রনাথের মতো একজন বিশ্ব মানব আছে
যার নজরুলের মতো বিশ্ব মানবতার প্রেমিক আছে
যার ছবির মতো একটি দেশ, বাংলাদেশ আছে
তাঁর বাকরুদ্ধ করা এতো সহজ নয়!

তাঁর বাকরুদ্ধ করা এতো সহজ নয়!
যার ডাকাতীয়ার মতো একটি নদী আছে
যার প্রশন্নপুরের মতো একটি গ্রাম আছে
যার খেঁটে খাওয়া মেহনতি মানুষের ভালোবাসা আছে
যার বুক ভরে নিশ্বাস নিবার মতো দখিনা বাতাস আছে
তাঁর বাকরুদ্ধ করা এতো সহজ নয়!

তাঁর বাকরুদ্ধ করা এতো সহজ নয়!
যার সাথে আলোর দেখা হয় নিয়মিত আধার কাটিয়ে
যার সাথে জ্যোৎস্নার মাখামাখি হয় প্রতিনিয়ত
যার সাথে দল বেঁধে হেটে চলে জোনাকীরা বহুদূর
যার সাথে গুরু মিশে অগ্রজ আত্মার সুভাশিষ আশীর্বাদে
তাঁর বাকরুদ্ধ করা এতো সহজ নয়!

তাঁর বাকরুদ্ধ করা এতো সহজ নয়!
যার সাথে সন্মান ধর্ম বর্ণ শিক্ষার সহনশীলতা আছে
যার সহ-অবস্থান আছে ভিন্ন মতের ভিন্ন পথের
যার বট বৃক্ষের ছায়া আছে ক্লান্তিতে জিরাবার
যার বুকে বাধা একতারা টা সুরে স্বরে
তাঁর বাকরুদ্ধ করা এতো সহজ নয়!

যার বাংলা মায়ের মতো একজন মা আছেন
তাঁর বাকরুদ্ধ করা এতো সহজ নয়!