আমাদের স্বাধীনতা

পলাশীতে ১৭৫৭ এর ২৩শে জুন,
স্বাধীনতাকে মীরজাপররা করলো খুন।
বেঈমানরা দেশকে দিলো
ইংরেজদের হাতে,
শোষণ শাসন নির্যাতনে
দুইশো বছর বন্দী তাতে।
১৯৪৭ এ বিদায় নিলো
দেশ করলো ভাগ,
মধ্যখানে ভারত রেখে
দুই দিকে পাক।
শুরু হলো নতুন মাত্রার
অত্যাচারের পালা
পাকিরা সব কেড়ে নিয়ে
ধরতো চেপে গলা।
কান্ডারী এলেন বঙ্গবন্ধু
দিলেন স্বাধীনতার ডাক,
মুক্তিকামী বাঙ্গালীরা
বিতাড়িত করলো কুলাঙ্গার পাক।
বহু সংগ্রাম, এক সাগর রক্ত,
ত্রিশ লক্ষ প্রাণ।
দিয়েছে স্বাধীনতা, লাল সবুজ পতাকা,
মুক্ত জীবন।

(ইমাম হোসেন মজুমদার)