১৫ আগষ্ট তুমি

১৫ আগষ্ট তুমি, মন কাঁদানো এমন একটি দিন!
যেদিন হাজারো বাঙ্গালী, বঙ্গবন্ধুর মৃত্যুতে হারিয়েছে স্বাধীন।

তারা ভাবতে লাগলো বঙ্গবন্ধু কী! আসবে আবার ফিরে ?
৭ই মার্চের ভাষণ দিবে না ? হাজারো মানুষের ভীড়ে।

সাবাই এখন কাঁদা মুখে, নেতাকে হারিয়ে!
গরীবের দুঃখে কী, কাঁদবে না আর ? দিবেনা হাত বাড়িয়ে ?

কথায় আছে কীর্তি মানের মৃত্যু নেই,তুমিই সে জন!
তোমার জন্য আজ, সব বাঙ্গালীর কাঁদে দুই মন।

বঙ্গবন্ধু তুমি যেখানে থাকো না কেন ? যেখানে রওনা কেন ? তুমি আছো আমাদের মাঝে।
ছাএজীবন গড়ে তুলবো, তোমার মহৎ কাজে।