সবাই বাবর আজমের ব্যাটিংয়ে চমক দেখার অপেক্ষায়

মোহাম্মদ বাবর আজম। তিনি ১৫ই অক্টোবর ১৯৯৪ সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাকিস্তানের একজন দক্ষ ডানহাতি ব্যাটসম্যান। ২০১৫ সালে ৩১শে মে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাঠে তার অভিষেক হয়।অভিষেক ম্যাচই তিনি ভালো একটা ইনিংস খেলেছেন। ঐ ম্যাচে তিনি অর্ধশতক দিয়ে করেছেন।

কেউ কি ভেবে দেখেছেন এই খেলেয়ার একদিন পাকিস্তানের ভালো একজন ব্যাটিং হিসেবে পরিচিত লাভ করবে।কিন্তু এই বাবর আজম খুব অল্প সময়েই পাকিস্তানের একজন দক্ষ মিডল-অর্ডার ব্যাটিং হিসেবে পরিচয় লাভ করেছিলেন।

এই পর্যন্ত তিনি ODI ম্যাচ খেলেছেন ৬৪ টি এবং ৬২ ইনিংসে রান করেছেন ২৭৩৯ এবং গড় প্রায় ৫২, শতক ৯টি, অর্ধশতক ১২ টি এবং তিনি ওডিয়াই ৭ নম্বর অবস্থানে রয়েছেন।

তার যাত্রা জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে তার অগ্রযাত্রা শুরু হয়।তিনি ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচ সিরিজের টানা ৩ ম্যাচে ৩ সেঞ্চুরি করেন। সেইখান থেকেই তিনি আজ ভালো একজন ব্যাটিং হিসেবে পরিচয় লাভ করে।তারপর থেকে তিনি পাকিস্তানি একজন মিডল-ওর্ডার ব্যাটিং হিসেবে দলে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। আর এখন বলা যায় তার শেষ পারফরম্যান্সগুলোগেও অনেক ভালো ইনিংস খেলছেন। ঐ দিন প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিনি একটি শতক করেছেন এবং ফিল্ডিং করতে গিয়ে তিনি হাতে চোঁট পেয়েছেন। কিন্তু তিনি এই চোঁটকে গুরুতর মনে না করে দলকে উৎসাহ দিলেন।

আর অন্যদিকে পাকিস্তানি কোচ বাবর আজমকে একজন টেলেন্টেড ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত দিয়েছেন। তিনি আরও বলেন বাবর ব্যাটিং স্ট্যাইল এবং মিডল-ওর্ডারে ব্যাটিং করে অনেক ভালো রান করতে পারে অর্থ্যাৎ দলে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। তার আশা বাবরকে এবার বিশ্বকাপে অন্যরকম দেখতে চায়।

তেমনিভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আরও আগে থেকেই। দর্শকরাও তাকে বিশ্বকাপের জন্য তার দূরন্ত ব্যাটিংয়ের অপেক্ষা রয়েছে।