গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সহজ জয়

আফগানিস্তান বনাম বাংলাদেশ এর মধ্যেকার ম্যাচ বাংলাদেশ জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমিফাইনালে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশের এই ম্যাচ জয় খুব প্রয়োজন।

আফগানিস্তান এর বিপক্ষে টসে হেরে। ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আফগানিস্তান স্পিনার বোলিং তান্ডবে, ওপেনিং এর ব্যর্থতা কাটিয়ে মুশফিক ৮৭ বলে ৮৩ রান, সাকিব ৫১ বলে ৬৯ রান, মোসাদ্দেক ২৪ বলে ৩৫ রান করেন।

আফগানিস্তান’কে ২৬৩ রান এর টার্গেট দেয় বাংলাদেশ টিম ।

২৬৩ রানের টার্গেটে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। আফগানিস্তান বোলিং এর দিক দিয়ে ভালো হলেও, ব্যাটিং এর দিক দিয়ে অত্যন্ত দূর্বল। এই দূর্বলতার হাত ছাড়া করে’নি টাইগার বাহিনী।

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এর বোলিং তান্ডবে অতি সহজে জয়ের ধার-প্রান্তে পোঁছে যায় টাইগার বাহিনী। সাকিব নিজেই তুলে নেয় অতি মূল্যবান ৫ উইকেট। সাকিব ৫ উইকেট, মোস্তাফিজ ২ উইকেট, মোসাদ্দেক ১ উইকেট ও সাইফ উদ্দিন ১ উইকেট তুলে নেয়।

অবশেষ আফগানিস্তান’কে ২০০ রানে অল-আউট করে। ৬২ রানের জয় পায় বাংলাদেশ।

পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে টাইগার বাহিনী।

৫১ রান ও মূল্যবান ৫ উইকেট নিয়ে, ম্যাচ সেরা সাকিব আল হাসান।

স্বপ্নের বিশ্বকাপে তৃতীয় জয় উপহার দেওয়ার জন্য।
প্রিয় শাহরাস্তি অনলাইন নিউজ। এর পক্ষ থেকে বাংলাদেশ টিম’কে জানাই। প্রাণঢালা অভিন্দন ও শুভেচ্ছা।